নোটিশ
বিষয় : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে এলজিইডি ঢাকা জেলার রচনা প্রতিযোগিতা প্রসঙ্গে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে এলজিইডি সদর দপ্তরে চুড়ান্ত রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উক্ত রচনা প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য এলজিইডি ঢাকা জেলা ও সদর দপ্তর পর্যায়ে কর্মরত কর্মকর্তা/কর্মচারীগণের সন্তানরাই এ প্রতিযোগীতায় অংশগ্রহন করবেন। এ লক্ষ্যে ঢাকা জেলা পর্যায়ের প্রতিযোগীদেরকে আগামী ১৮/০২/২০২০ইং তারিখ রোজ বৃহস্পতিবার বিকাল ৫.০০ ঘটিকার মধ্যে স্বহস্তে লিখিত রচনা মুখ বন্ধ করা খামে নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, জেলা-ঢাকা, ৬২, পশ্চিম আগারগাঁও দপ্তরে দাখিল করতে হবে। বর্ণিত রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুকগণ'কে নিম্নবর্ণিত নিয়মাবলী অনুসরণ করতঃ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।
প্রতিযোগিদের বিবেচ্য বিষয়াবলীঃ
১. রচনা প্রতিযোগিতার বিষয় “বঙ্গবন্ধু ও বাংলাদেশ”।
২. মোট ৩টি গ্রূপে রচনা প্রতিযোগিতা অনুিষ্ঠত হবে।
“ক” গ্রূপে: ৫ম শ্রেণী পর্যন্ত।
“খ” গ্রূপে: ৬ষ্ঠ শ্রেণী থেকে মাধ্যমিক।
“গ” গ্রূপে: উচ্চ মাধ্যমিক থেকে তদুর্ধ্ব।
প্রতিযোগীকে অবশ্যই কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রী হতে হবে। গ্রূপে প্রমাণের জন্য বিদ্যালয় প্রধান শিক্ষকের বা পাবলিক পরীক্ষায় (পিএসসি, জেএসসি, এসএসসি বা এইচএসসি) সার্টিফিকেট রচনার সঙ্গে সংযুক্ত করতে হবে।
৩. শব্দ সংখ্যাঃ
“ক” গ্রূপে: ২০০ শব্দ।
“খ” গ্রূপে: ৪০০ শব্দ।
“গ” গ্রূপে: ৬০০ শব্দ।
৪. রচনার ভাষা হবে বাংলা:
৫. কোনো বই, পত্রিকা, ম্যাগাজিন, ইন্টারনেট বা অনুরুপ কোনো মাধ্যম থেকে সরাসরি কপি করা যাবে না। কোনো বিখ্যাত ব্যক্তির উক্তি উদ্ধৃতি হিসাবে নেয়া যাবে, এক্ষেত্রে উদ্ধৃতির আগে ও পরে কোটেশন চিহ্ন ব্যবহার করতে হবে এবং উদ্ধৃতকারীর নাম উল্লেখ করতে হবে।
৬. A-4 কাগজে স্বহস্তে কলম বা বল পেন দ্বারা রচনা লিখতে হবে। লেখার ক্ষেত্রে কালো বা নীল কালির কলম ব্যবহার করতে হবে।
৭. রচনার শুরুতে আলাদা মলাটে প্রতিযোগীর নাম, মাতা/পিতার নাম, এলজিইডিতে মাতা/পিতার কর্মস্থল ও পদবী, শ্রেণী ও শিক্ষা প্রতিষ্ঠানের নাম জেলার নাম উল্লেখ করতে হবে। উল্লেখ্য যে শুধুমাত্র এলজিইডির ঢাকা জেলা ও সদর দপ্তরে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের সন্তানগণ প্রতিযোগিতার জন্য বিবেচিত হবে।
৮. লিখিত রচনা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে মুখ বন্ধ করা খামে নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, জেলা-ঢাকা দপ্তরে দাখিল করতে হবে। নির্ধারিত সময়ের পরে প্রেরীত রচনা প্রতিযোগিতার জন্য বিবেচিত হবে না।